সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক শিবলীকে বদলি করা হয়েছে। ওসি শিবলী গোলাপগঞ্জ মডেল থানায় একাধারে ৫ বছর ছিলেন।
এছাড়াও পার্শ্ববর্তী বিয়ানীবাজার থানায় ২০০৯ সালের ২১ জুন যোগদান করেন। সেই থানায় ২০১৩ সালের ১৯ নভেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি যোগদান করেন গোলাপগঞ্জ মডেল থানায়।
জানা যায়, সম্প্রতি একটি মামলায় হয়রানির অভিযোগ আনেন এক আমেরিকা প্রবাসী। গত ১০ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামের আলতাব আলী খানের ছেলে ফলিক উদ্দিন খাঁন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সিলেট বিশেষ জজ এবং জেলা ও দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গোলাপগঞ্জ থানার ওসিসহ ১ ইন্সপেক্টর ও ৬ এসআইসহ ১০ জনকে আসামি করা হয়। গত ১ এপ্রিল আদালত সেই মামলাটি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশন দুদককে নির্দেশ দেন।
জানা যায়, এ মামলার কারণে দীর্ঘদিনের কর্মস্থল ছাড়তে হয় আলোচিত ওসি শিবলীকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
শিবলী বলেন, আমি নিজে ঢাকা পুলিশ লাইনে বদলি হয়েছি।
এদিকে নতুন ওসি আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করবেন পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি