মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ টেকনাফে

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) ভোরে কাঞ্জরপাড়ায় আব্দুর রহমানের ধানক্ষেতে ইয়াবা বণ্টনকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়।

নিহত সাহাব উদ্দিন (৪২) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান।

ওসি আরও বলেন, সাহাব উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় চারটির বেশি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৪ হাজার ইয়াবা, দুটি দেশি বন্দুক ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম