কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত

সোনালী সিলেট ডেস্ক ::: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার কালবৈশাখীর তাণ্ডবে প্রায় ৩০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বুধবার (১৭ই এপ্রিল) কালবৈশাখীর ঝড় বয়ে যায় এসব এলাকার ওপর দিয়ে।

দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও, নৈনগাঁও, মাঝেরগাঁও, টেবলাই ও মাইজখলা এবং সুরমা ইউনিয়নের আলীপুর, নূরপুর ও বৈঠাখাই গ্রামের কমপক্ষে ২০০ কাঁচা ঘরবাড়ি কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া ও কাপনা এবং ধনপুর ইউনিয়নের কাইতকোনা, চিনাকান্দি ও মহাকুড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে ৪০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এই উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাশিপুরের আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ঝড়ে বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুর, ওয়েজখালী, কালীপুর ও জলিলপুরের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম বললেন, ‘ফায়ার সার্ভিসের সহায়তায় বিদ্যুৎ লাইনের উপরে পড়া গাছগাছালি সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে পড়েছিল, সেগুলোও নতুন করে বসানো হয়েছে। বিদ্যুতের লাইন টানার কাজ শেষ হলে মল্লিকপুর ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম