সিলেট ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সুপ্রভাত পরিবহনের ১৬৩টি গাড়ি চলাচলের অনুমতি দিতে করা আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।
রিট আবেদনটি করেন সুপ্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল। তিনি বলেন, ২০ মার্চ বিআরটিএ কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই সুপ্রভাত পরিবহনের ১৬৩টি গাড়ি রাস্তায় চলাচল বন্ধের নির্দেশ দেয়। এরপর ওই গাড়িগুলো রাস্তায় চলাচলের অনুমতি চেয়ে ১ এপ্রিল বিআরটিএ চেয়ারম্যান বরাবর একটি আবেদন করা হয়।
এতে প্রতিকার না পেয়ে ২৪ ঘণ্টার মধ্যে গাড়িগুলো রাস্তায় চলাচলের অনুমতি দিতে ৮ এপ্রিল বিআরটিএ কর্তৃপক্ষ বরাবর একটি আইনি নোটিশ পাঠানো হয়। এতে জবাব না পেয়ে হাই কোর্টে রিটটি করা হলে আদালত ওই নির্দেশ দেন।
রিট আবেদনটি নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয় বলে জানান আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি