সুনামগঞ্জ জেলার ৯ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথ

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

সুনামগঞ্জ জেলার ৯ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথ

সোনালী সিলেট ডেস্ক ::: সুনামগঞ্জ জেলার ৯ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৯ উপজেলার ৯ চেয়ারম্যান এবং ১৭ জন ভাইস চেয়ারম্যান এ সময় শপথ নেন। ফলাফল ঘোষণা না হওয়ায় সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিতে পারেননি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ফারুক আহমদ, তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল, ছাতক উপজেলায় চেয়ারম্যান মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান ডা. মো. আব্দুর রহিম, দিরাই উপজেলায় চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, শাল্লা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ও ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনসহ ভাইস চেয়ারম্যানরা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম