সোনারপাড়া থেকে জামায়াতের কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

স্টাফ রিপোর্টার : গত রবিবার এসআই/শাখাওয়াত হোসেন, এসআই/রাজীব কুমার রায়, এস.আই/রিপটন পুরকায়স্থ, এএসআই/মোঃ মন্টু মিয়াসহ পুলিশ সদস্যরা শাহপরাণ (রহঃ) থানা এলাকায় ভোর রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালান। অভিযানে শাহপরাণ(রহ:) থানাধীন সোনারপাড়া আবাসিক এলাকা থেকে শাহপরাণ (রহ:) থানার এফআইআর নং-০৩, তারিখ-০৪/১১/২০১৮খ্রিঃ, ধারা- ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ ১৯৭৪ ঁ/ং ২৫উ এর সন্দিগ্ধ আসামী মোঃ গোলাম কিবরিয়া(২৮)কে গ্রেফতার করেন। সে সোনারপাড়া উর্মি-৩৮ নং বাসার মৃত আলহাজ্ব সামছুল হকের পুত্র। এ ছাড়া তিনি (জামায়াতে ইসলামী’র কর্মী) বলে জানা যায়। ধৃত আসামী মোঃ গোলাম কিবরিয়া(২৮)’কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম