সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় বখাটেদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত জুয়েল আহমদ (২০) কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি কুমড়াকাঁপন গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার দুলা মিয়ার বখাটে ছেলে মুহিতুর (৩৫) ও মুহিবুরের (২৫) নেতৃত্বে কয়েকজন বখাটে যুবলীগ নেতা জুয়েলকে ধরে ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় নিয়ে ছুরিকাঘাত করেন। এতে তার পেটে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমড়াকাঁপন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন ছুরিকাঘাতে জুয়েলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছুরিকাঘাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। আহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোনো অভিযোগ হয়নি। তারপরও পুলিশ হামলাকারীদের খুঁজছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি