প্যারিসে কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাষ্টের মতবিনিময় সভা 

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

এনায়েত হোসেন হোসেন , প্যারিস , ফ্রান্স থেকে ::: কসবা – খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দের শুকরিয়া তান্দুরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসে বসবাসরত  কসবা – খাসার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজারের প্রবীণ মুরব্বি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাসুদ আহমদের পরিচালনায় এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম,প্রবাসীদের সামগ্রিক উন্নয়ন ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন , জয়নুল ইসলাম,সাংবাদিক এনায়েত হোসেন সোহেল,সুকান্ত পাল,সোহেল আহমদ,জুয়েল আহমদ,সারওয়ার হোসেন,কয়েস আহমদ,শাহীন আহমদ,সোহাগ আহমদ,আমিনুর রাশিদ  প্রমুখ।
এ সময় বক্তারা বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী জনপদ কসবা-খাসা এলাকার সার্বিক উন্নয়ন ও ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন কার্যক্রমের উপর সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে আগামী ৩রা ডিসেম্ভর সোমবার বিকেল ৬ঘটিকায় গার্দ নর্দের ক্যাফে ডেউক্স গারে পরবর্তী সভা অনুষ্টিত হবার সিদ্ধান্ত হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম