সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সাতক্ষীরার তালা উপজেলায় একটি খ্রিস্টান মিশনে আগুনে চারটি ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার গভীর রাতে উপজেলার মহান্দি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
মিশনের পালক অনাদি মোহন সন্দেহ প্রকাশ করেছেন, হঠাৎ একসঙ্গে চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ায় এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে। গভীর রাতে সবাই যখন ঘুমে অচেতন তখনই এ ঘটনা ঘটে। মুহূর্তেই টিনশেডের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে আটটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, কয়েকটি সিলিং ফ্যান, ২৩৩ জন শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবার ও স্বাস্থ্যসেবার যাবতীয় উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া যাবতীয় ডকুমেন্ট আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
টিনশেডের এই ঘরের ভেতরে রয়েছে বাঁশের চাচের বেড়া ছিল জানিয়ে অনাদি মোহন বলেন, এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এই মিশনে খ্রিস্টান শিশুদের লেখাপড়া শেখানো, তাদের স্বাস্থ্যসেবা দেওয়া এমনকি মেয়েরা বিবাহযোগ্য হওয়া পর্যন্ত সব দায়িত্ব পালন করা হয়।
অনাদি মোহন অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে তার সঙ্গে স্থানীয় কয়েকজন খ্রিস্টান সদস্যের মতবিরোধ চলছিল। তাই সন্দেহ করছি এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে। ‘মহান্দি এজি মিশন’ নামে এই মিশনটি ১২ বছর আগে প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ঘরের দরজা তালাবদ্ধ ছিল। জানালাগুলো ভেতর থেকে ভালভাবে লটকানো ছিল। এজন্য সেখানকার কোনো সম্পদ চেষ্টা করেও বের করা যায়নি। সর্বশেষ আমার নিজ ঘরে আগুন লাগার আগেই আমি আমার মোটরসাইকেল, টিভি, ফ্রিজ বের করে আনি।
মিশনের নৈশপ্রহরী আসগর আলি জানান, রাতে পাহারাকালে তিনি কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। হঠাৎ আগুন দেখে তিনি চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে আসে ফায়ার সার্ভিস।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মিশনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার আগেই বেশির ভাগ সম্পদ পুড়ে যায়। পরে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে।
স্থানীয় খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন অনাদি মোহন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি