সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) বিকাল সোয়া চারটার দিকে গ্যাস ফিল্ডের অ্যাম্বুলেন্সযোগে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের এমডির বাংলোয় তার শয়নকক্ষে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সকালে অফিসে আসতে দেরী হওয়ায় সহকর্মীরা তাকে ফোন করছিলেন। কোন সাড়া না পেয়ে গ্যাস ফিল্ড অফিসের ভেতর তার বাসভবনে গিয়ে জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় এই কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।
এরপর জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেন গ্যাস ফিল্ডের কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।
পরে বিকেল ৩টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
তবে কি কারণে লুৎফুর রহমানের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
নিহতের সহকর্মীরা জানান, গ্যাস ফিল্ডের বাসভবনে লুৎফুর একা বসবাস করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।
লুৎফুরের বাড়ি ময়মনসিংহে। ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি