সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমের বাবাকে প্রাণনাশের হুমকির দেওয়া হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘ফাতেমা আদালতের নির্দেশনায় খালেদা জিয়ার সঙ্গে আছে। খালেদা জিয়ার হাঁটা-চলাতে অসুবিধা হয়। তার একজন সাহায্যকারী দরকার হয়। সেই বিবেচনায় ফাতেমা তার সঙ্গে আছেন। এটাও এখন সরকারের সহ্য হচ্ছে না।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারি হুমকির মুখে নানা জনকে নানা কথা বলতে বাধ্য করা হচ্ছে। আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, ফাতেমার মা বলেছেন, তিনি মাসে মাসে টাকা পান। তা তিনি নিজেই নিয়ে আসেন। অথচ ফাতেমাকে নিয়ে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’
রিজভী বলেন, ‘আসলে ফাতেমাকে নিয়ে আওয়ামী লীগের দুই-তিনটি মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। প্যারোল নিয়ে তাদের মিশন সফল হয়নি। আর এ জন্যই ওই মিডিয়াগুলো সরকারের নির্দেশে এ ধরনের খেলায় মেতেছে। আমরা সতর্ক করতে চাই, তারা যেন এভাবে মিডিয়াগুলোকে ব্যবহার করে, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে মিথ্যা গল্প রচনা বন্ধ করে।’
সৎ সাহস থাকলে তারেক রহমান দেশে ফিরতেন তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি আইনগতভাবে জামিনে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। এখনও সুস্থ নন, তার চিকিৎসা চলমান রয়েছে। ন্যায় বিচার করার জন্য বিচারককে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটিতেই স্পষ্টভাবে প্রমাণিত হয়, দেশে ন্যায়বিচার নয়, আওয়ামী বিচারই শেষ কথা।’
তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনাদের সৎ সাহস থাকলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন দিন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করুন, তখন বোঝা যাবে আপনাদের সৎ সাহস কতটুকু। তারেক রহমান বিদেশে থাকলেও দেশের গণতন্ত্র মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সুস্থ হলেই দেশে ফিরে আসবেন তিনি।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি