বজ্রপাতে ফেঞ্চুগঞ্জে নিহত ৩ কৃষক

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

বজ্রপাতে ফেঞ্চুগঞ্জে  নিহত ৩ কৃষক

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জন কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উত্তর কুশিয়ারা ইউনিয়নের এলাকায় তেরাকুড়ি গ্রামে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার প্রয়াত তজমুল আলীর ছেলে জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন (৪২)।

উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, মরদেহ তিনটি হাওর থেকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় তাদের দাফনের প্রক্রিয়া চলছে।

বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেঞ্চুগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিনজন কৃষক মারা গেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম