সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: বিকল নৌকা থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে নৌ বাহিনীর বিএনএফডি সুন্দরবন ডক ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, নিখোঁজ আরও একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম হৃদয় জানান, যাদের লাশ উদ্ধার হয়েছে তারা ডাঙ্গারচর এলাকার মো. আকবর (৩৬) ও মো. হানিফ (৩৫)।
মঙ্গলবার দুজনের লাশ পাওয়া গেলেও জুলধা পাওয়া প্ল্যান্টের কাজে থাকা নির্মাণ শ্রমিক হাবিবুর রহমানের কোনো খোঁজ মেলেনি এখনও। তার খোঁজে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় ডাঙ্গার চর থেকে যাত্রী নিয়ে নগরীর সল্টগোলা ঘাটে যাওয়ার সময় বিকল হয়ে যায় ইঞ্জিন চালিত একটি নৌকা। ভাটার টানে নৌকাটি ভেসে জেটি ও জাহাজের মাঝে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে কয়েকজন আরোহী নৌকা থেকে নদীতে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও তিনজন নিখোঁজ থাকেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি