সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনায় আহত একজন মারা গেছেন।
সোমবার মধ্য রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভোট কর্মকর্তা নিরু বিকাশ চাকমা (৫২) মারা গেছেন বলে স্বজনদের জানানো হয়।
নিরু বিকাশ চাকমার বাড়ি উপজেলার বাঘাইছড়ি গ্রামে। বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত নিরু কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।
নিহত নিরু বিকাশ চাকমার ছোট ভাই নবজ্যোতি চাকমা জানান, ‘দাদা মারা যাওয়ার খবরটা আমাদের রাত ১২টার দিকে জানানো হয়েছে।’
প্রসঙ্গত, ১৮ মার্চ বাঘাইছড়িতে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ও সরঞ্জাম নিয়ে গাড়িবহরে করে সদরে ফিরছিলেন নিরুসহ অন্য ভোট কর্মকর্তা ও আনসার সদস্যরা। গাড়িবহর উপজেলার রূপকারী ইউনিয়নের বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ভোট কর্মকর্তাসহ সাতজন নিহত ও অন্তত ২৩ জন আহত হন। ঘটনার পর গুরুতর আহত ১৪ জনকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরের দিন সাতজনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সাতজনের মধ্যে নিরু বিকাশ চাকমাও ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি