সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যান।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সোহেলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। একপর্যায়ে তার শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। সেখানে আঘাতে তার একটি পা ভেঙে যায়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম