ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সোনালী সিলেট ডেস্ক ::: বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে গিয়ে আহত ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (৮ এপ্রিল) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফায়ারম্যান সোহেল রানা মানবসেবায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি সোহেল রানার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে রানার মৃত্যু হয়।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা গ্রামে। পরিবারের বড় ছেলে রানা ২০১৫ সালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে যোগ দেন।

২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা।

দুর্ঘটনার পরপরই সোহেল রানাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে প্রত্যাশা অনুযায়ী উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম