গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারায়ণগঞ্জে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারায়ণগঞ্জে মা-ছেলের মৃত্যু

সোনালী সিলেট ডেস্ক ::: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও তিন সন্তানের মধ্যে মা ও ছেলে মারা গেছে।

রোববার রাতে ৫ বছর বয়সী সাফায়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর সোমবার সকালে মা ফাতেমার মৃত্যু হয়।

পুলিশ জানায়, রোববার নারায়ণগঞ্জের গিরিধারা আবাসিক এলাকার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মা ও তিন সন্তান দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা ও এক ছেলের মৃত্যু হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সন্তান চিকিৎসাধীন আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম