সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯
ছাতক পৌর শহরের একটি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে এ সড়ক সংস্কার ও পাশে ড্রেন নির্মাণের দাবিতে সড়কটি অবরোধ করেন এলাকাবাসী। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১টায় ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেননি।
কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
এসময় সড়কের দু’পাশে আটকা পড়ে শতাধিক যাত্রীবাহী যানসহ পণ্যবাহী ভারী যানবাহন। সড়কে বাঁশ বেধে স্থানীয় লোকজন রাস্তায় দাড়িয়ে সড়ক অবরোধ করেন।
শহরের লাকি সেন্টার সংলগ্ন অটো-টেম্পু স্ট্যান্ড থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়ক ৪ বছর ধরে এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খানা-খন্দকে ভরপুর এ সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যান চলাচল করছে দীর্ঘদিন ধরে। যাত্রীবাহী যানবাহন ছাড়াও লাফার্জ হোলসিম, আকিজ গ্রুপ এবং ছাতক সিমেন্ট কারখানার পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করছে এ সড়ক দিয়ে।
জনগুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই উপজেলা পরিষদ। উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, খাদ্য গুদাম, রেলওয়ে স্টেশন, সূর্যের হাসি ক্লিনিক, উপজেলা প্রাণি সম্পদ অফিসসহ ছাতক ডিগ্রি কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুলে যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীদেরকে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে। ভাঙ্গাচোরা এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন কোর্ট রোড এলাকার বাসিন্দারা।
ছাতক পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তারা একাধিকবার সড়ক সংস্কারের আবেদন করেও কোন সুফল পাননি।
সড়ক অবরোধের সময় ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, নুরু মিয়া তালুকদার, মাস্টার মখছুদ হোসেন, আব্দুর রহিম, বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, নুরুল হক, ফয়সল মিয়া চৌধুরী, বাকী বিল্লাহ, সুলেমান মিয়া, ফরুক মিয়া, তারেক আহমদ, ছাদিক মিয়া তালুকদার, নুরুল ইসলাম, আব্দুল ছুবহান, সুমন মিয়া, আলমগীর হোসেন, সুহেল মিয়া, আইয়ুব আলী, আব্দুল হেকিম, মানিক মিয়া, লাল মিয়া, বাদশা মিয়া, মনির উদ্দিন, শুকুর আলী, ফজর উদ্দিন, সাকিব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি