সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সুইজারল্যান্ডের কয়েকটি নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
সুইস সংবাদ সংস্থা কিস্টোন-এটিএস একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সংবাদ সংস্থা আরো জানায়, প্রায় ৫০ হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এর মধ্যে জুরিখে ১৫ হাজার এবং বার্নে ও লাউসানে নয় হাজার লোক এ বিক্ষোভে অংশ নেয়।
উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী জান ব্রুকহার্ড বলেন, ‘শেষ পর্যন্ত আমরা বিজ্ঞানের কথা শুনতে চাই কিনা তা জানতেই মিছিলে অংশ নিয়েছি।’
লাউসানের মিছিলের একটি প্ল্যাকার্ডে লিখা ছিল ‘দয়া করে জলবায়ুকে রক্ষা করুন। এই শেষবারের মতো আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
গ্রিনপিস, সুইস ইয়ুথ ফর ক্লাইমেট ও গ্রিন গ্রুপসহ সুইজারল্যান্ডের কয়েকটি অ্যাকটিভিস্ট গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে।
জেনেভায় বিক্ষোভের আয়োজক লরাঁ কনোড বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়ে পদক্ষেপ গ্রহণ ও কার্যকর ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না।’
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি