সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অনশন করেছে সিলেট জেলা বিএনপি।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে রেজিস্টারি মাঠে শুরু হওয়া এ অনশন কর্মসূচি চলে বেলা ১টা পর্যন্ত।
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএপির সহসভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহসভপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বার, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ দলের নেতা-কর্মীরা অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি