সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৫ই রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আশিক জাহাঙ্গীর (৩২) ও আরিফ হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আশিকের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি এলাকায়। আর আরিফের বাড়ি নারায়ণগঞ্জের তল্লা বড় মসজিদ এলাকায়। ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
র্যাব-৭ টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. মির্জা শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। এই খবরের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল কেরুনতলী নামক স্থানে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছুলে র্যাব সদস্যরা ট্রাকটি থামানোর সংকেত দিলে তা অমান্য করে র্যাবকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় র্যাবও পাল্টা গুলি করলে এক পর্যায়ে ট্রাকটি থামে। এসময় ট্রাকটি তল্লাশি করে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, দু’টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটি জব্দ করে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি