পরকীয়ার জের ধরে ভাইকে খুন!

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

পরকীয়ার জের ধরে ভাইকে খুন!

সোনালী সিলেট ডেস্ক ::: নাটোর সদর উপজেলার দস্তানাবাদ গ্রামে ছোট ভাই আরিফুল ইসলামের (৩৮) চাপাতির কোপে গুরুতর আহত বড় ভাই দুলাল হোসেন (৪৪) মারা গেছেন।

শুক্রবার রাতে তিনি মারা যান।

নাটোর সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুলালের স্ত্রীর সঙ্গে ছোট ভাই আরিফুলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ওই পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। সম্প্রতি একটি পারিবারিক সালিসও হয়। তবে তাতে কোনো কাজ হয়নি। ৩ এপ্রিল এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ছোট ভাই আরিফুল বড়ভাই দুলালের গলায় ধারালো চাপাতি দিয়ে কোপ দেন। গুরুতর আহত দুলালকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার দিন খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য শুনেছে। ঘটনার পর থেকে আরিফুল পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম