সিলেট ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮
সুনামগঞ্জের মন্দির থেকে চুরি যাওয়া ২০০ বছরের পুরনো তিন মূর্তি উদ্ধার করেছে সুনামগঞ্জ পুলিশ। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন।
তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা যোগেশ ব্যানার্জীর বাড়ির মন্দির থেকে ২০০ বছরের কাঁসা ও পিতলের তৈরি রাধামাধব, কালী ও দুর্গা মূর্তিসহ চারটি মূল্যবান মূর্তি এবং পূজার পুরনো মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার পৃথক দুটি অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে তিনটি মূর্তিসহ কাঁসার বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। তবে এখনো চুরি যাওয়া আরও একটি দুর্গা মূর্তি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাজ গ্রামের আলী নূরের ছেলে ও শাল্লা উপজেলার সহদেবপুর গ্রামের বেদন আলীর ছেলে জুয়েল মিয়া।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি