সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (সিওমেক)।
মঙ্গলবার সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হাসপাতালের অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।
র্যালি শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে; এরপর হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
ডা..আর কে রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা.. এ এফ এম নাজমুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়, সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, ডা. অরুণ কুমার বৈষ্ণব ( আর এস জেনারেল), ডা. সৈয়দ মুজর্তবা আলী (আর পি শিশু), ডা. শাহরিয়ার খলিল চৌধুরী (আরপি চক্ষু), সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা বেগম, বিএনএ’র সভাপতি শামীমা আক্তার, বিএনএ’র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমদ, ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনা সভায় অটিজম সচেতনতা বিষয়ের উপর কে নোট উপস্থাপনা করেন ডা. মো. ইমদাদুল মাহফুর।
ডা. আফরোজা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শ্যামল বর্মণ, ডা. আবু নাঈম মো.হাম্মদ, ডা.. বিপুল চন্দ্র ঘোষ, ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল, ডা. কৃষ্ণ কান্তি ভৌমিক, ডা. জাফরিন নাহিদ, ডা. সঞ্চিতা রানী সিংহ, ডা. কাওসার, পরিমল বণিক, পিএ রুহুল আমিন, ওয়ার্ড মাস্টার রওশান হাবিব, সাইফুল মালেক খাঁন, কিবরিয়া, আতাউর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি