এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬

সোনালী সিলেট ডেস্ক ::: ঢাকার বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।

শনিবার (৩০ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ।

এই ব্যক্তির নাম আবু হেনা মোস্তফা কামাল (৪১)। তিনি এফআর টাওয়ারের ১১ তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

মোস্তফা কামালের বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) এই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম