জৈন্তাপুর প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

জৈন্তাপুর সংবাদদাতা
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন, আগামীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
শনিবার বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সিলেটের পর্যটন বিকাশে এ অঞ্চলের খ্যাতি রয়েছে দেশব্যাপী। এ শিল্পকে ধরে রাখতে যা প্রয়োজন তা অচিরেই আমরা বাস্তবায়ন করব। জাফলং এলাকা থেকে বোমা মেশিন সরে যাওয়ার ফলে বর্তমানে পর্যটকদের পদচারনায় মুখোরিত হচ্ছে। উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে মেধাবী শিার্থীদের খুঁজে বের করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে শিাখাতকে শক্তিশালি করতে হবে, এতেই উপজেলার উন্নয়ন সাধিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান এম বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শ্রীমাতি জয় মতি রাণী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাধক লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, জৈন্তাপুর প্রেসকাবের সভাপতি শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসকাবের সভাপতি এম.এম.রুহেল, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মঞ্জুর এলাহী সম্রাট, আমিনুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা যাদব ময় বিশ্বাস, আব্দুল হান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির, ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসকাবের সদস্য গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসকাবের প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক শোয়েব আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসকাবের সদস্য শোয়েব উদ্দিন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিুকুর রহমান, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিা অফিসার আব্দুল জলিল তালুকদার, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ আজিজুল ইসলাম খোকন, ফায়ার সার্ভিস কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, আওয়ামলীগ নেতা হানিফ আহমদ, যুবলীগ নেতা সুমন আহমদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, আব্দুল হালিম, মনসুর মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম