সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৯
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (২৪) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ভোরে টেকনাফের হাবিরছড়া এলকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোহাম্মদ হোসেন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন মাদক ব্যবসায়ী।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্রধারী কয়েকজন ইয়াবা লেনদেন করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সেখান থেকে দুই হাজার ইয়াবা, তিনটি দেশীয় এলজি ও ১২টি গুলি ও ৪০টি গুলির খালি খোসা উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক ফরহাদসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি