সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযুথরী গ্রামে দই খেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাতে এই ঘটনা ঘটেছে। পরে শনিবার (৩০ মার্চ) সকালে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃতরা হলেন- অর্জুন সরকার (৩০), তার স্ত্রী তিথী সরকার (২৩) ও ছেলে অনন্য সরকার (৩)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার অর্জুন সরকার হাট থেকে দই কিনে নিয়ে আসেন। রাত ৮টার দিকে রাতের খাবারের পর তারা তিনজনই দই খান। এর কিছুক্ষণ পরে দইয়ের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। রাতেই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের।
তিনি জানান, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অর্জুন সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যন্য সরকাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে অর্জুন, পরে অন্যন্য সরকার ও শেষে তিথি সরকার মারা যান। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি