সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদেরকে ৫% ইনক্রিমেনট ও বৈশাখী ভাতা ঘোষণা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নগরে এক আনন্দ র্যালি বের করা হয়েছে।
বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে নগরের সিটি পয়েন্ট থেকে আনন্দ র্যালিটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত এর পরিচালনায় র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি সাজিদ আলী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল মতিন, জেলা সহ-সভাপতি মাওলানা মুয়ীনুল ইসলাম, বদিউল আলম, রঞ্জিত কুমার তালুকদার, স্বপন কুমার দাশ, মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক জোনায়েদ খোরাসানী, সাংগঠনিক সম্পাদক অসীম রঞ্জন তালুকদার, জেলা সহ সেক্রেটারী দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মামুন, নুরুল হক, অর্থ সম্পাদক কামরুল আনাম চৌধুরী, মহিলা সম্পাদিকা মরিয়ম বেগম, সদর উপজেলা সাধারণ সম্পাদক রাসেন্দ্র নারায়ণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক আবুল বাশার, বিশ^নাথ উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সভাপতি ছয়ফুল আমিন, কানাইঘাট উপজেলা সহ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএমজিটিএ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদ সিলেটের সহ সভাপতি আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাশ, শিক্ষক নেতা সুব্রত রায়, অধ্যাপক আব্দুর রশীদ, জাফর আলী, নূরুন্নাহার আক্তার প্রমুখ।
সভায় বক্তারা ৫% ইনক্রিমেনট ও বৈশাখী ভাতা ঘোষণা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং অবিলম্বে ঘোষণা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী করেন। সভায় বক্তারা দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণকারীদের অভিনন্দন জানান। বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচনী ইশতেহারে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ রাখার দাবী জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি