মাতামুহুরী নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: বান্দরবানে আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মার্চ) বিকালে উপজেলার বাজারঘাট এলাকা থেকে লাশটি পাওয়া যায়।

মৃত মো. ফারুকের বাড়ি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে। তিনি ওই এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।

আলীকদম থানার ওসি রফিকউল্লাহ জানান, স্থানীয়রা মাতামুহুরী নদীতে ফারুকের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে ওসি জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম