ওয়াসিম ‘হত্যার’ দ্রুত বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: ওয়াসিম ‘হত্যার’ দ্রুত বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১টায় সিলেটের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ স্মারকলিপি গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীসহ প্রক্টর অধ্যাপক মৃত্যুঞ্জয় কুণ্ডু প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে মৌলভীবাজারের শেরপুরে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ‘হত্যার’ প্রতিবাদে রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন সিকৃবি শিক্ষার্থীরা। এ দিন নগরীর চৌহাট্টা পয়েন্ট অবরোধ করেন তারা। ওই দিন পাঁচ দফা দাবি জানিয়ে তুলে নেয়া হয় অবরোধ। দেয়া হয় তিনদিনের আল্টিমেটাম। সেই আল্টিমেটাম শেষ হয় বুধবার।

প্রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।

২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)। বাস চালক ও সহকারীকে বুধবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম