সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাড়ি ভাড়ার পাওনা টাকা চাওয়ায় চালকসহ দুজনকে কুপিয়ে আহত করে দুবৃর্ত্তরা । হামলাকারীরা আহতদের কাছ থেকে লুটে নিয়েছে দেড় লক্ষ টাকা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার হাদারপাড় বাজারের আপ্তাব মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হাদারপাড় এলাকার আব্দুল বারীর ছেলে মো. দিলোয়ার আহমদ সুমিল (২৪) ও ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত মায়া মিয়ার ছেলে এনাম উদ্দিন (৩২)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত চালক মো. দিলোয়ার আহমদ সুমিল তার প্রাপ্য গাড়ি ভাড়ার টাকা চান বাদেবাশা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের কাছে। তখন দেলোয়ার টাকা দিতে অপারগতা জানালে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক এলাকার লোকজন সমাধান করে দিলেও পরক্ষণেই দেলোয়ার ও সাইদুর তাদের সহযোগিদের নিয়ে আচমকা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় চালক মো. দিলোয়ার আহমদ সুমিল ও এনামের উপর। হামলাকারীরা দুজনকে কুপিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ দেড় লক্ষ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ঘটনার আধাঘন্টা পর লোকজন আহতাবস্থায় দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি