সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
আগামী ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে নির্বাচন কমিশন (ইসি)’র এমন নির্দেশনা পাওয়ার পর সিলেট নগরে অভিযান চালানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে শুক্রবার রাতে নগরের চৌহাট্টা এলাকায় এ অভিযান শুরু হয়। এরপরই নগরের বিভিন্ন এলাকায় পৃথক টিমের মাধ্যমে একযোগে অভিযান চালায় সিসিক।
অভিযানের উদ্বোধন শেষে সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশনা শুক্রবার সন্ধ্যায় আসার পর রাতেই তারা অভিযানে নামেন। তিনি বলেন, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে মর্মে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ প্রদান করেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই তারা নগরের ২৭টি ওয়ার্ডের এসব সামগ্রী সরিয়ে নিতে সক্ষম হবেন। অভিযানে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানসহ সিসিকের অন্যান্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশনেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি