বানিয়াচংয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জের বানিয়াচংয়ে ময়না মিয়া (৬২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সদরের যাত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

ময়না মিয়া ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের টানা চারবারের নির্বাচিত সদস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ডুবায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, মরদেহের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড।

জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম