সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৯
হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর,
তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়।
হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর।
হে মহাবীর — তুমি জন্মেছিলে এই বাংলায় করেছিলে মোদের ধন্য,
তোমার নেএিত্বে আমরা আজ ও অটল তাই তো হয়নি আর কেউ পাকিস্তানি হানাদারদের পণ্য।
হে মহাবীর — তুমি ছিলা অলৌকিক এক তীর,
তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমও্বের দেশ,
তুমি জন্মেছিলে বলেই — আমরা স্বাধীন ভাবে বলছি কথা তাইতো আছি বেশ।
তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি বাঙালি জাতীর,
প্রতিক — লাল সবুজে একটি পতাকা যেখানে আছে বাঙালি জাতীর– স্বাধীনতার আনন্দ উল্লাসের কথা।
তুমি জন্মেছিল বলেই — পূর্ব আকাশে সূর্য ওঠে পাখিদের গানের সুরে,
দেশকে করেছি সোনার বাংলা ভরিয়ে গিয়েছে নূরে।
হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়।
উৎসর্গে — জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
উনার ৯৯ তম জন্মদিনে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি