সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা যে ভাবেই হোক, ফিরিয়ে আনা হবে। ফিটনেসবিহীন যানবাহন চলতে পারবে না।
বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে বসুন্ধরায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি এ কথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে সকাল ১০টা থেকে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখে অবস্থান নেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ (বিইউপি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ডিএমপি কমিশনার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী।
এ সময় ডিএমপি কমিশনার জানান, ছয়টি কোম্পানি নিয়ে পরিবহন ব্যবস্থার ফ্রাঞ্চাইজিংয়ের বিষয়ে আজকে একটি বৈঠক হওয়ার কথা।
তিনি বলেন, শৃঙ্খলা দৃশ্যমান করার জন্য এখনো অনেক দুর যেতে হবে। এর মধ্যে অনেক কিছু দৃশ্যমান হয়েছে। যেমন হেলমেট ছাড়া এখন কোনো মোটরসাইকেল চলতে পারে না। সিগন্যাল ভায়োলেশন করলে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। মেট্রোরেলসহ যেসব প্রকল্প এখন চলছে, সেগুলো শেষ হলে ঢাকা শহরকে চেনাই যাবে না।
আছাদুজ্জামান মিয়া বলেন, সুপ্রভাত পরিবহনের সব বাসের সার্ভিস বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির রুট পারমিট বাতিল করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি