সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ভোট কেন্দ্রে সরবাহকৃত কালি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।
চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফি আহমদ সালমানের অভিযোগ, কালি ঠিকমত ব্যালটে পেপারে বসছে না। যার কারণে ভোট গণনা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান।
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, আমরা যে কালি পেয়েছি তাই ভোটারদের দিচ্ছি। ভোটাররাও এ ব্যাপারে অভিযোগ করেছেন।
উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। ভোটের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও অধিকাংশ কেন্দ্রে ১৫ শতাংশ ভোটই পড়ে নি।
পুরষাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হানিফ বলেন, এই কেন্দ্রে মোট ভোট ২১৪১। বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ২৭৭টি।
গৌড়করণ নুরুল ইসলাম মাদ্রাসার প্রিজাইডিং কর্মকর্তা উত্তম কুমার জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯৬০। বেলা ১১টা ২৪ মিনিট পর্যন্ত ৪০৫ জন ভোতার ভোট দেন।
গৌড়িশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শংকর চন্দ্র দেবনাথ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২৭৬১ জন। ১১টা ১০ মিনিট পর্যন্ত ভোট দেন মাত্র ২৯৫ জন।
মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, তার কেন্দ্রে মোট ভোট ৩৫০৮। বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভোট পড়ে ৫০০টি।
ভূকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, এই কেন্দ্রে মোট ভোট ২৯৭৯টি। বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়ে ৩০০।
উসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানান, তার কেন্দ্রে মোট ভোট ৩৬০৫টি। সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়ে প্রায় ৫০০।
কালির ব্যাপ্রটি নিশ্চিত করে কুলাউড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদীউর রহমান জাদিদ জানান, নির্বাচন কমিশন থেকে যে কালিগুলো এসেছে আমরা সেই কালিগুলোই সরবরাহ করেছি। এতে আমাদের আর কিছুই করার নেই।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি