সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহনের দিন বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকন্দ্রে পোলিং এজেন্টদের পরিচয় পত্র থাকলেও তাতে ছিল না তাদের নাম ও ছবি। এমনকি তাতে ছিলো না কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং কর্মকর্তার সাক্ষরও। সোমবার (১৮ মার্চ) সকালে বালাগঞ্জের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে একই চিত্র।
জানা যায়, বালাগঞ্জের মুরার বাজার এলাকার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত পোলিং এজেন্টরা তাদের দায়িত্ব পালনকালে তাদের পরিচয়পত্র দেখতে না পেয়ে সেখানে উপস্থিত সাংবাদিকরা তাদের কার্ড কোথায় জিজ্ঞাস করলে তারা পকেট থেকে কার্ড বের করে দেখায়। সেসময় তাদের কাছে নির্বাচন কমিশনের নির্ধারিত কার্ড থাকলেও তাতে ছিলো না কারো নাম বা ছবি।
পরে সাংবাদিকদের জেরার মুখে তাৎক্ষণিক কেউ কেউ কার্ডটিতে তাদের নাম লিখলে ও ছবি লাগালেও বাকীরা কৌশলে সেখান থেকে সরে পরে। পরে কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা এসে অন্যদের সেখান থেকে বের করে দেন।
এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মিলন চন্দ্র রায় নিজের ভুল স্বীকার করে বলেন, “এটাই আমার প্রথম ভোটের ডিউটি। আমি সকল বিষয়ে এখনো অবগত নই। পরবর্তীতে এসব বিষয় অবশ্যই খেয়াল রাখবো।” এ রকম ভুল ভবিষ্যতে আর হবে না বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি