ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট চলাকালীন নওগাঁর একটি কেন্দ্রে দায়িত্ব পালনকালে মাজেদুল ইসলাম (৫০) নামে এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মাজেদুল ইসলাম উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য মহাদেবপুর কেন্দ্রে যান তিনি। এ সময় হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘ভোট কেন্দ্রের কর্মকর্তার মৃত্যুর পর ওই কেন্দ্রে অন্য প্রিজাইডিং কর্মকর্তা দিয়ে যথাসময়ে ভোট গ্রহণ চলছে।’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম