রামপাল বিদ্যুৎকেন্দ্রে পাইলিংয়ের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের সময় পাইলিংয়ের তার ছিঁড়ে পড়ে দুজন নিহত হয়েছেন।

রোববার (১৭ মার্চ) সকালে দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার কালীগঞ্জের মো. নাসির হোসেন (২৭) ও বাগেরহাট জেলার রামপালের আসাদুর রহমান (৩২)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের পাইলিংয়ের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনায় দুজন আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে দুর্ঘটনায় সর্বমোট পাঁচজন নিহত হয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম