সিলেট ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: দক্ষিণ সুরমার কদমতলী হুমায়ুন রশীদ চত্বর থেকে চাকুসহ তালিকাভুক্ত অপরাধী আকতার হোসেনকে আটক করেছে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ। শুক্রবার বিকেল তিনটায় হুমায়ুন রশীদ চত্বরে টহলরত দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এএসআই জুলহাসের নেতৃত্বে তাকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত আকতার হোসেন(২৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জিগলা ইলাশপুর গ্রামের আব্দুল নুরের ছেলে । বর্তমানে সে দক্ষিণ সুরমার শিববাড়ী চান্দাই এলাকায় বসবাস করে আসছে । এএসআই জুলহাস জানান, তারা হুমায়ুন রশীদ চত্বরে দায়িত্ব পালনকালীন সময়ে মোটরসাইকেল আরোহী আকতারের দেহ তল্লাশী করলে তার সাথে একটি চাকু পাওয়া যায়। পরে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে যান তিনি । থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, আকতার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন । তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি । অপর একটি সূত্র জানায়, আটক আকতারকে গত ২৬ ফেব্রুয়ারী একই থানা পুলিশ আটক করলে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে সেদিন ছেড়ে দেওয়া হয় । এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। উল্লেখ্য সিলেট নগরীতে প্রতিদিনই সিএনজি অটোরিকশায় ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোন ও টাকা হারাতে হয় সাধারণ যাত্রীদের । এই ছিনতাইকারী চক্রের মুলহোতা আকতার বলে অভিযোগ উঠে । ২৬ ফেব্রুয়ারী তাকে আটকের পর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতার জানায়, নগরীতে চারটি গ্রুপে তারা অটোরিকশায় ছিনতাই করে। সহযোগী হিসেবে রাজু, হালিম, আল আমিন, মাসুক, সাজু, শাকিল, শহীদ, আলী ও মনসুরেরও নাম বলে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি