সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও সেন্ট্রাল স্টেটের লিনউডে পৃথক দুইটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনায় জড়িত একজনের প্রাথমিক তথ্য জানা গেছে। তথ্যমতে, এই হামলাকারীর নাম ব্রেনটন টার্যান্ট। ২৮ বছর বয়স্ক টার্যান্ট একজন অস্ট্রেলিয় শ্বেতাঙ্গ বলে দাবি করা হয়।
নিউজিল্যান্ডের ৮ চ্যান অনলাইন ফোরাম হামলাকারীর ফেসবুক ও টুইটার পোস্টের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে বলে জানায় নিউইয়র্ক টাইমস। ৮ চ্যান অনলাইন ফোরামের দেয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত খবরে বলা হয়, হামলার পূর্বে এই হামলাকারী তার ফেসবুক পেজ এবং টুইটার হামলার ব্যাপারে বেশ কয়েকটি ছবিসহ পোস্ট দেয়।
পোস্টে আজকের হামলার বিষয়ে এই হামলাকারী তথ্য প্রকাশের পাশাপাশি হামলার পর ঘটনার ভিডিও চিত্র প্রকাশ করা হবে বলেও জানায়। এ সময় তারা ব্যবহৃত অগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সরঞ্জামের ছবিও প্রকাশ করে এই অস্ট্রেলিয় যুবক।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি