সিঙ্গাপুরের আকাশসীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান নিষিদ্ধ

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

সিঙ্গাপুরের আকাশসীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান নিষিদ্ধ

সোনালী সিলেট ডেস্ক ::: সিঙ্গাপুরের বিমান নিয়ন্ত্রণ সংস্থা মঙ্গলবার তাদের দেশের আকাশসীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চলাচল নিষিদ্ধ করেছে। এ সপ্তাহান্তে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর তারা এ নিষেধাজ্ঞা জারি করলো। খবর এএফপি’র।
ইথিওপীয় এয়ারলাইনের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮’র নাইরোবিগামী একটি ফ্লাইট রোববার উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৫৭ আরোহীর সকলে প্রাণ হারায়। ইন্দোনেশিয়ায় এক মডেলের লায়ন এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হওয়ার মাত্র কয়েকমাস পর মর্মান্তিক এ বিমান দুর্ঘটনা ঘটলো।
সিঙ্গাপুর বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএএস) এক বিবৃতিতে জানায়, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের দু’টি ভয়াবহ দুর্ঘটনার প্রেক্ষাপটে সিঙ্গাপুরের আকাশে বোয়িং ৭৩৭ ম্যাক্সের সকল ধরনের বিমান চলাচল তারা সাময়িকভাবে স্থগিত করেছে।
বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন তাদের সিডিউল থেকে এ মডেলের বিমান প্রত্যাহার করে নেয়ার পর এমন পদক্ষেপ নেয়া হলো।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা থেকে সিঙ্গাপুরের স্থগিতাদেশ কার্যকর করা হবে।
এ মডেলের বিমানের নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়া গেলে স্থগিতাদেশ পুনর্বিবেচনা করা হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম