সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে পুলিশ ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হিলালপুরে এ সংঘর্ষ বাঁধে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে। প্রায় ১ ঘণ্টা থেকে চলা সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে করে সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
এ সংঘর্ষের সময় দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি ও গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আহত হয়েছেন। তাকে বর্তমানে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
সূত্র জানায়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাড়ি রিকুইজিশন করার জন্য পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসলে এসময় পরিবহণ শ্রমিকদের সাথে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে ও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ ব্যাপারে জানতে গোলাপগঞ্জ থানার ওসিকে ফোন করলে তিনি তা রিসিভ করেন নি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি