ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

সোনালী সিলেট ডেস্ক ::: ঢাবি ভিসির পদত্যাগ ও পুনরায় নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনুমা রুবাইয়াৎ সভাপতিত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক রাজন দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথ।

সমাবেশে বক্তারা বলেন, এই কারচুপির ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দিতে হবে, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার সাথে জড়িতদের ও এই প্রহসনের নির্বাচনে যারা মদদপুষ্ট তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম