সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।
তিনি বলেন, এ সরকারের আমলে দেশে যে সকল উন্নয়ন সাধিত হয়েছে অতীতের কোন সরকারের আমলে তা হয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।
তাই আসন্ন ১৮ মার্চের নির্বাচনে নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে দক্ষিণ সুরমাবাসী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে প্রস্তুত রয়েছে। তিনি সরকারের উন্নয়ন কাজের মূল্যায়ন করে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
সোমবার ১১ মার্চ দুপুরে উপজেলার বরইকান্দির ১০নং রোডে কাজী আলফু মিয়া চেয়ারম্যানের বাড়ীতে নৌকার সমর্থনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু জাহিদ।
কাজী আলফু মিয়া চেয়ারম্যানের সভাতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তপন চন্দ্র পাল, বরইকান্দি ২নং ওয়ার্ডের মেম্বার এনমুল হক ছানু, স্টেশন রোডের ব্যবসায়ী জামাল মিয়া, বাবুল মিয়া, ফটি মিয়া, রাজিকুর রহমান রাজিক, সাহেল আহমদ, আব্দুল মুমিন প্রমুখ।
সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি