সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৯
উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমকে বিজয়ী ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আতাউল গণি ওসমানী।
রোববার (১০ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ভোট কেন্দ্রে ভোটারদের লক্ষণীয় উপস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।
জাতীয় পাটি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হায়দর আলী জামানত হারানোর পাশাপাশি ১১৫টি সেন্টারের মধ্যে ৩৩টি সেন্টারে তিনি শূন্য ভোট পান। তিনি সর্বমোট ভোট পান ২৫৭।
এ ফলাফল অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া)। তিনি পেয়েছেন ৪৭ হাজার ২শ ৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আলমগীর চৌধুরী (নৌকা) নিয়ে পেয়েছেন ২৬ হাজার ১শ ১৩ ভোট হাজার ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা সরোয়ার দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২শ ৬৮ ভোট। আব্দুল হাই (কাপ পিরিচ) পেয়েছেন ২ হাজার ৬শ ২৪ ভোট, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবু সালেহ (মিনার) পেয়েছেন ৫শ ৩৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত হায়দর মিয়া (লাঙ্গল) পেয়েছে ২শ ৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট গতি গোবিন্দ দাশ তালা প্রতীকে ২৮ হাজার ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ওবায়দুল কাদের হেলাল পেয়েছেন ২০ হাজার ২শ ৮৮ ভোট ও আবু ইউসুফ পেয়েছেন ১৪ হাজার ৭৪ ভোট।
এ ছাড়াও শাহ আবুল খয়ের (উড়োজাহাজ) ১৩ হাজার ৬শ ৪৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৮৮ ভোট, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তাক ফুরকানী (মিনার) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগম হাঁস মার্কায় ভোট পেয়েছেন ৪৯ হাজার ২শ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে ফের চমক দেখিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ছইফা রহমান কাকলী ফুটবল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪শ ৫১ ভোট এবং সাজেদা মজিদ নামের আরেক প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শ ৩৮ ভোট।
এদিকে সকালে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। ভোটারের অপেক্ষায় ছিলেন প্রার্থীদের এজেন্ট ও প্রার্থীরা। প্রতিটি ভোটকেন্দ্রে শূন্য ভোটবাক্স নিয়ে বসে ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাঁকে ফাঁকে ২/৩ জন করে ভোটার এসে ভোট প্রদান করেন। পরে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া অবস্থান।
ফজলুল হক চৌধুরী সেলিম নির্বাচিত হওয়ার খবরে উল্লাস প্রকাশ করছেন তার কর্মী-সমর্থকরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি