সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৯
নিজ নিজ মন্ত্রণালয় নিয়ে বিভিন্ন সময় বর্তমান মন্ত্রিসভার সদস্যদের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিদায়ী মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ নাসিম।
নতুন মন্ত্রীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘মন্ত্রীদের কথাবার্তায় মনে হয়, আগে কোনও কাজই হয়নি, তিনিই প্রথম শুরু করেছেন। এভাবে কথা বলে হিরো হওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনারা শেখ হাসিনার সরকারেরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার সদস্য হয়েছেন।’
রোববার (১০ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন মন্ত্রীদের উদ্দেশ এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নতুন মন্ত্রী হয়েছেন, আপনাদের স্বাগত জানাই। কিন্তু আপনারা এমনভাবে কথা বলছেন মনে হয়, আপনারাই শুরু করছেন, এর আগে কিছুই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছেন, তার সব মন্ত্রী সফল হয়েছেন। কিন্তু আপনাদের কথায় মনে হয়, আগে অন্য সরকার ছিল। আপনাদের বলবো, পুরনো মন্ত্রীদের সম্মান করতে শিখুন।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা বিরোধী দলবিহীন রাজনীতি চাই না। ভুল সিদ্ধান্তের কারণে আজ বিএনপির এই অবস্থা হয়েছে।’
‘বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না’ প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের এই মন্তব্যের উদ্ধৃতি দিয়ে নাসিম বলেন, ‘দুঃশাসনের কারণে আজ খালেদা জিয়া জেলে আছেন। আমরা তাকে জেলে পাঠাইনি। আজ যে অবস্থা হয়েছে, তাতে অনেকদিন আপনাকে কারাভোগ করতে হবে। এ অবস্থায় থাকতে হবে।’
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনেক ছোট ছোট দেশ বড় হয়ে গেছে মন্তব্য করে সিনিয়র সংসদ সদস্য নাসিম বলেন, ‘আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা অনেক কিছু করেছি, কিন্তু শিশু ও নারী নির্যাতন আমরা বন্ধ করতে পারিনি। এই বিষয়টি দেখতে হবে। কঠোর পদক্ষেপ নিয়ে এই নারী নির্যাতন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।’
চুরিহাট্টার ট্রাজেডি প্রসঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো– সিদ্ধান্ত নিই, বাস্তবায়ন করতে পারি না। নিমতলীর ঘটনার পর আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু ১০ বছর হয়ে গেলো তা বাস্তবায়ন করতে পারিনি। এবার পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর যে ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। সিটি করপোরশেন, শিল্প ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে উদ্যোগ নিয়ে কেমিক্যাল কারখানাগুলো সরাতে হবে। এটা করে প্রমাণ করতে হবে, আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেয় তা বাস্তবায়ন করে। জীবনের সঙ্গে আপোস করা যাবে না। জীবন রক্ষা করতে হবে। এরপর কোনও অজুহাত মানুষ শুনবে না।’
উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গে নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপে রোববার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ ভোট দিতে চায়। নিরাপত্তা পেলে তারা ভোট দেবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে, যা প্রমাণ হয়েছে। আগামী চারটি ধাপেও শান্তিপূর্ণভাবে ভোট হবে।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি