সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯
আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৯-২০২০ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের ওয়াকিল আহমেদ হিরণ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের নাজমুল আহসান রাজু।
গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এলআরএফ’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচন সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম (কালের কন্ঠ) ফলাফল ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্য যুগান্তরের মিজান মালিক ও আমার কাগজের তোফায়েল হোসেন।
১৩ সদস্যের কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হিরা তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে রেডিও টুডের মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইজিং বিডির মেহেদী হাসান ডালিম এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’র মাসউদুর রহমান রানা।
কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের এস এম নূর মোহাম্মদ, বেসরকারি টেলিভিশন ডিবিসি’র জাহিদ হাসান, ইত্তেফাক অনলাইনের খাদেমুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের মো. বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হয়েছেন।
এর আগে সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাশগুপ্ত, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, এলআরএফ’র সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, আশুতোষ সরকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, এলআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক, মাসউদুল হক ও দিদারুল আলম দিদার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি