ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

ডেস্ক প্রতিবেদন
কয়েক দফা সময় নিয়ে অবশেষে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার এই ঘোষণা দেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে এই মুহূর্ত থেকে আমি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলাম।’
তিনি বলেন, ‘যে মুহূর্তে প্রধানমন্ত্রী আলোচনায় বসেছেন তখন থেকেই দেশে একটু হলেও ভালো অবস্থা বিরাজ করছে।’

এর আগে কাদের সিদ্দিকী কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ ছাড়া ুদ্র পরিসরে জাতীয় ঐক্যের নেতাদের সঙ্গেও আলোচনা করেন তিনি।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটে বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি আগে থেকেই রয়েছে।

ঘোষণা অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, ঐক্যফ্রন্টের নেতা আ অ ম শফিক উল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি নাসিরন কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গত শনিবার জেল হত্যা দিবস উপলে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেওয়ার কথা ছিল কাদের সিদ্দিকীর। কিন্তু অনুষ্ঠানে তিনি জানান, আগামী সোমবার দুপুরের মধ্যে সব কিছু স্পষ্ট হবে, অর্থাৎ তিনি তার অবস্থান স্পষ্ট করবেন। তারই অংশ হিসেবে আজ কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ওই ঘোষণা অনুষ্ঠানে নিজের অবস্থান জানালেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম